January 15, 2026

২৪ ঘন্টার নির্বাচিত নির্বাচনী খবর, মতামত, ফটো এবং ভিডিও সমৃদ্ধ একটি তথ্যবহুল নির্বাচনী পোর্টাল

নভেম্বরেই গণভোট চায় জামায়াত

পোষ্টটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখতে বলেছে দলটির পক্ষ থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখতে বলেছে দলটির পক্ষ থেকে।

এনআইডির পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন, ইসি এমন জানিয়েছে। আমরা সব মিলিয়ে সেটিসফাই। ভোটার তালিকা হালনাগাদ ও জালভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছি। তারা ছবিসহ ভোটার তালিকার কথা বলেছেন।

তাই দুইটি পদ্ধতির প্রস্তুতির কথা বলেছি।’

জামায়াতে ইসলামীর সিনিয়র এই নেতা বলেন, ‘গণভোট নিয়ে দুটি আলোচনা আছে। সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি আলাদা করার জন্য, যেহেতু আলাদা বিষয়। যদি আলাদাভাবে হয় এটার জন্য প্রস্তুতি যেন রাখে।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সমস্যা যেটা হবে প্রত্যেকে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়েই মনোযোগ দেবে। কাজেই ওটা প্রাধান্য পাবে না। আরেকটা বিষয় হচ্ছে কোথাও ভোট দখল হলে ওটাও দখল হবে। আমরা আলাদাভাবে করার প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। একসঙ্গে হলে সময়ের বিষয়ও আছে। উনারা বলেছেন সরকার যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা বাস্তবায়ন করব।’

গণভোট আলাদা হলে খরচের একটা বিষয় আছে, এ বিষয়টি উত্থাপন করা হলে নায়েবে আমির বলেন, ‘এটা তো খুব সাধারণ বিষয়। কাজেই বড় ধরনের ব্যয় হবে না। ব্যালট বাক্স তো ওটাই থাকবে। শুধু ব্যালট, খাওয়া-দাওয়া এসবের ব্যয় হবে। এটা বললে স্থানীয় ভোটসহ সব একসঙ্গে হতে হবে।’

লটারিতে রিটার্নিং অফিসার নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়টি যেন লটারির মাধ্যমে হয়, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। সরকার বলেছে, তারা সেইভাবে করবে। আমরা জোর দিয়েছি যেন এটা বাস্তবায়িত হয়। নির্বাচন তারিখ ঘোষণা হলে এটি কমিশনের অধীনে চলে আসবে— আমরা অনুরোধ করেছি যেন তারা একই পদ্ধতি অনুসরণ করেন।’

https://aae5e1c4ba0be7a240f63d501a511760.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

পোষ্টটি শেয়ার করুন

এ সম্পর্কিত অন্যান্য লেখা পড়ুন